Generated on: Fri Dec 19 2014

Home

::

Show All

::

Show Current

::

Scroll TOC Up| Down

Send a Comment

২৫৩
পূজা - অন্তর্মুখে
রবীন্দ্রনাথ ঠাকুর
                      ২৫৩

         চোখের  আলোয়  দেখেছিলেম  চোখের  বাহিরে।
         অন্তরে  আজ দেখব, যখন  আলোক নাহি  রে॥
       ধরায়  যখন দাও না  ধরা   হৃদয় তখন তোমায়  ভরা,
         এখন  তোমার আপন  আলোয় তোমায়  চাহি রে॥
         তোমায়  নিয়ে  খেলেছিলেম  খেলার ঘরেতে।
         খেলার  পুতুল ভেঙে  গেছে প্রলয়  ঝড়েতে।
       থাক্‌  তবে সেই কেবল  খেলা, হোক-না  এখন প্রাণের  মেলা—
         তারের  বীণা ভাঙল, হৃদয়-বীণায়  গাহি রে॥
    
২৫৪
পূজা - অন্তর্মুখে
রবীন্দ্রনাথ ঠাকুর
                      ২৫৪

     এবার   নীরব  করে দাও হে  তোমার মুখর  কবিরে।
     তার     হৃদয়বাঁশি  আপনি কেড়ে  বাজাও গভীরে॥
     নিশীথরাতের  নিবিড় সুরে   বাঁশিতে তান  দাও হে পূরে,
           যে তান  দিয়ে অবাক্‌  করো গ্রহশশীরে॥
           যা-কিছু  মোর ছড়িয়ে আছে  জীবন মরণে
           গানের  টানে মিলুক  এসে তোমার চরণে।
           বহুদিনের  বাক্যরাশি এক  নিমেষে যাবে ভাসি—
             একলা  বসে শুনব  বাঁশি অকূল  তিমিরে॥
    
২৫৫
পূজা - অন্তর্মুখে
রবীন্দ্রনাথ ঠাকুর
                          ২৫৫

      একমনে  তোর একতারাতে  একটি যে তার  সেইটি বাজা—
      ফুলবনে  তোর একটি  কুসুম, তাই  নিয়ে তোর ডালি  সাজা॥
      যেখানে  তোর সীমা  সেথায় আনন্দে  তুই থামিস এসে,
      যে কড়ি  তোর প্রভুর  দেওয়া সেই কড়ি  তুই নিস রে হেসে।
      লোকের  কথা নিস নে  কানে, ফিরিস  নে আর হাজার  টানে,
      যেন রে  তোর হৃদয় জানে  হৃদয়ে তোর  আছেন রাজা—
      একতারাতে  একটি যে তার  আপন-মনে সেইটি  বাজা॥
    
২৫৬
পূজা - অন্তর্মুখে
রবীন্দ্রনাথ ঠাকুর
                      ২৫৬

        গভীর  রজনী নামিল  হৃদয়ে, আর  কোলাহল নাই।
        রহি  রহি শুধু  সুদূর  সিন্ধুর  ধ্বনি  শুনিবারে পাই॥
      সকল  বাসনা চিত্তে  এল ফিরে,   নিবিড় আঁধার  ঘনালো বাহিরে—
        প্রদীপ  একটি নিভৃত  অন্তরে  জ্বলিতেছে এক  ঠাঁই॥
        অসীম  মঙ্গলে মিলিল  মাধুরী, খেলা  হল সমাধান।
        চপল  চঞ্চল  লহরীলীলা  পারাবারে  অবসান।
      নীরব  মন্ত্রে  হৃদয়মাঝে,  শান্তি  শান্তি  শান্তি বাজে,
        অরূপকান্তি  নিরখি অন্তরে  মুদিতলোচনে  চাই॥
    
২৫৭
পূজা - অন্তর্মুখে
রবীন্দ্রনাথ ঠাকুর
                      ২৫৭

         ভুবন  হইতে  ভুবনবাসী এসো  আপন হৃদয়ে।
       হৃদয়মাঝে  হৃদয়নাথ  আছে  নিত্য সাথ  সাথ—
         কোথা  ফিরিছ  দিবারাত,   হেরো  তাঁহারে  অভয়ে॥
       হেথা  চির-আনন্দধাম,  হেথা  বাজিছে অভয়  নাম,
         হেথা  পূরিবে সকল  কাম   নিভৃত অমৃত-আলয়ে॥
    
২৫৮
পূজা - অন্তর্মুখে
রবীন্দ্রনাথ ঠাকুর
                      ২৫৮

             জীবন  যখন ছিল ফুলের  মতো
             পাপড়ি  তাহার ছিল শত  শত॥
                বসন্তে  সে হত যখন  দাতা
                ঝরিয়ে  দিত দু-চারটি  তার পাতা,
                  তবু যে তার বাকি রইত কত॥
             আজ  বুঝি তার ফল  ধরেছে, তাই
             হাতে  তাহার অধিক  কিছু নাই।
                হেমন্তে  তার সময় হল  এবে
                পূর্ণ  করে আপনাকে সে  দেবে,
                  রসের ভারে তাই সে অবনত॥