Generated on: Fri Dec 19 2014

Home

::

Show All

::

Show Current

::

Scroll TOC Up| Down

Send a Comment

৩০০
পূজা - সাধক
রবীন্দ্রনাথ ঠাকুর
                       ৩০০
       নিভৃত প্রাণের দেবতা  যেখানে জাগেন একা,
       ভক্ত, সেথায় খোলো দ্বার— আজ লব তাঁর দেখা॥
       সারাদিন শুধু বাহিরে   ঘুরে ঘুরে কারে চাহি রে,
           সন্ধ্যাবেলার আরতি  হয় নি আমার শেখা॥
         তব জীবনের আলোতে  জীবনপ্রদীপ জ্বালি
         হে পূজারি, আজ নিভৃতে  সাজাব আমার থালি।
       যেথা নিখিলের সাধনা  পূজালোক করে রচনা
         সেথায় আমিও ধরিব  একটি জ্যোতির রেখা॥
    
৩০১
পূজা - সাধক
রবীন্দ্রনাথ ঠাকুর
                       ৩০১
         ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ—
       ওরে দীন, তুই জোড়কর করি কর্ তাহা দরশন॥
   মিলনের ধারা পড়িতেছে ঝরি,    বহিয়া যেতেছে অমৃতলহরী,
       ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্‌-বরিষন॥
       ওই-যে আলোক পড়েছে তাঁহার উদার ললাটদেশে,
       সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে।
   চারি দিকে তাঁর শান্তিসাগর    স্থির হয়ে আছে ভরি চরাচর—
       ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন॥